সব মুসলিম, সব রোহিঙ্গা সন্ত্রাসী নন: তসলিমা নাসরিন
এশিয়ানমেইল২৪.কম
প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৯ পিএম, ১৯ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সব মুসলিম সন্ত্রাসী নন। সব রোহিঙ্গাও সন্ত্রাসী নন। তাদের কেউ কেউ হতে পারেন সন্ত্রাসী। বাংলাদেশ যদি রোহিঙ্গাদের আশ্রয় দিতে পারে তাহলে ভারত কেন পারবে না, ভারতেরও পারা উচিত। এ মন্তব্য করেছেন বাংলাদেশের বহুল বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। ভারতের ‘অনলাইন নিউজ-১৮’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, ভারতে আশ্রয় নেয়া প্রায় ৪০ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। তাদেরকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। এর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এসব নিয়ে তসলিমা নাসরিনের ওই সাক্ষাৎকার নেন সাংবাদিক ইরম আগা।
তিনি তসলিমার কাছে জানতে চান, ভারত সরকার মনে করে রোহিঙ্গা শরণার্থীরা নিরাপত্তার জন্য হুমকি। তাই তাদেরকে ফেরত পাঠানো উচিত। আপনি কি মনে করেন মিয়ানমারে জাতিগত সহিংসতায় বাস্তুচ্যুত হওয়া এসব রোহিঙ্গার আশ্রয় দীর্ঘায়িত করা উচিত?
এ প্রশ্নের জবাবে তসলিমা বলেন, সরকার যদি রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে তাহলে এটা তাদের সিদ্ধান্তের বিষয়। তবে আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাবো তাদের এ সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে। এক্ষেত্রে রোহিঙ্গারা বাংলাদেশের জন্যও নিরাপত্তা হুমকি। কিন্তু বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। আমি এ কথা বলছি এ জন্য যে, সব সময়ই আমি নির্যাতিত মানুষের কথা বলি। নারী নির্যাতিত হলে আমি তার পক্ষ নিয়ে থাকি। আমি তাদের অধিকার ও স্বাধীনতার পক্ষে দাঁড়াই। বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতিত হলে আমি তাদের পক্ষে দাঁড়াই। ফিলিস্তিন, বসনিয়া, গুজরাটে কোনো মুসলিম নির্যাতিত হলে আমি তাদের পক্ষ নিয়ে থাকি। পাকিস্তানে যখন কোনো খ্রিস্টান নির্যাতিত হন তখন আমি তাদেরও পক্ষ নিয়ে থাকি। আমি বিভিন্ন ধর্মের সমালোচনা করি। কারণ, আমি এগুলোকে নারীর অধিকার, মানবাধিকার, মুক্ত মতপ্রকাশের বিরোধী বলে মনে করি।
অন্য এক প্রশ্নের জবাবে তসলিমা বলেন, সব মুসলিম সন্ত্রাসী নন। সব রোহিঙ্গা সন্ত্রাসী নন। তাদের কেউ কেউ সন্ত্রাসী। তবে আমি বিশ্বাস করি যদি তারা ভারতে বসবাস করেন তাহলে বাংলাদেশ বা পাকিস্তান যতটুকু করতে পারে তার চেয়ে বেশি সন্ত্রাস চেক দিতে পারে ভারত সরকার। এ জন্যই ভারত একটি গণতান্ত্রিক এবং প্রতিবেশী দেশগুলোর তুলনায় শক্তিশালী। এ অঞ্চলে ভারতের ক্ষমতা আছে। ভারত সরকার যদি সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারে তাহলে তাদেরকে শাস্তি দিতে পারে। আমার মনে হয় এখন বাংলাদেশে ৪ লাখেরও বেশি রোহিঙ্গা আছেন। তাদের মধ্যে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চেক দেয়া আমার মনে হয় সম্ভব নাও হতে পারে বাংলাদেশের জন্য।
এ পর্যায়ে তসলিমা নাসরিনের কাছে জানতে চাওয়া হয়- অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়েইসি প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যদি তসলিমা নাসরিন ভারতে থাকতে পারেন তাহলে রোহিঙ্গারা কেন নয়? যদি তসলিমা আপনার বোন হতে পারেন তাহলে রোহিঙ্গারা কেন আপনার ভাই হতে পারেন না? এই বিবৃতির বিষয়ে আপনি কি বলবেন?
জবাবে তসলিমা বলেন, আমি জানি না ওই ব্যক্তির দিকে এত গুরুত্ব দেয়ার কি আছে। তিনি লোকজনকে সন্ত্রাসী বানিয়ে তোলেন।
২০০৭ সালে তার লোকজন আমার বিরুদ্ধে কলকাতায় নেমেছিল। তারা আমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। আমাকে হত্যার জন্য অপরিসীম অর্থ পুরস্কার ঘোষণা করেছে। এসব আমি সব সময়ই ভারতীয় মিডিয়ায় দেখি। শিক্ষিত লোকজন, যারা মানবাধিকার, নারী অধিকার ও মুসলিম সম্প্রদায়ের ভেতর মুক্ত মত প্রকাশের গুরুত্ব দেন তাদেরকে বাদ দিয়ে কেন যে এসব মানুষকে গুরুত্ব দেয়া হয়। আমার মনে হয় তারা আজেবাজে কথা বলেন।
- স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হচ্ছে
- শুটিংয়ে আহত ক্যাটরিনা
- দু’দিন বাড়ি থেকে বের না হয়ে কেঁদেছেন নেইমার
- চকবাজার অগ্নিকান্ডে বাংলাদেশ ক্রিকেটারদের শোক প্রকাশ
- প্রিয়াঙ্কা চোপড়া বাংলায় যে বাক্যটি বলতে পারেন
- পুরান ঢাকায় রাসায়নিক কারখানা থাকবে না: খোকন
- শ্রম মন্ত্রণালয় নিহতকে ১ লাখ দগ্ধকে ৫০ হাজার টাকা দেবে
- ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত
- ভারতজুড়ে কাশ্মীরিদের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ
- চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৮
- কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা সময়ের ব্যাপার: সুবর্ণা
- গেইলকে ছাপিয়ে রয়-রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়
- কক্সবাজারে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক
- আন্তর্জাতিক গণমাধ্যমে চকবাজারের অগ্নিকাণ্ড
- নিখোঁজদের খোঁজে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন স্বজনরা
- মোজাফফর হোসেন ভূঁইয়া (ইনান) এর বই উদয় ও নবীনের সুর
- দুই পোশাক শ্রমিক নিহত, বিক্ষোভ, চালক গ্রেপ্তার
- মঙ্গল গ্রহে বরফ পুকুরের সন্ধান
- আজ রাতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন
- বেসরকারিভাবে জয়ী হয়েছেন যারা
- খান ব্রাদার্স গ্রুপের জমকালো আনন্দ ভ্রমণ
- হেকেপের অর্জন অনেক, শীঘ্রই উচ্চশিক্ষার মানোন্নয়নে বৃহৎ প্রকল্প
- অবৈধ মোবাইলের দিন শেষ
আজ চালু হচ্ছে আইএমইআই ডাটাবেজ - ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ৪৩
- সংসদ নির্বাচনে ভোট দিতেও পারছেন না খালেদা জিয়া
- মালিবাগে বাস চাপায় দুই গার্মেন্টস কর্মী নিহত
- নির্বাচনী মাঠে সক্রিয় সেনাবাহিনী
- বাংলাদেশ বিশ্বে ৪১তম বৃহত্তম অর্থনীতির দেশ : সিইবিআর
- প্রধানমন্ত্রীকে খুন করতে চেয়েছিলো আইএসআই
- বিশ্ব ভালবাসা দিবসে অনন্ত ওয়াহাবের কবিতা