হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়ায় গাছতলায় সন্তান প্রসব
এশিয়ানমেইল২৪.কম
প্রকাশিত : ০৩:০৫ এএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার | আপডেট: ০৩:০৮ এএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত
পঞ্চগড় প্রতিনিধি: এক গৃহবধূকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে বের হয়ে গাছের নিচে ছেলে সন্তান জন্ম দেন গৃহবধূ রীনা বেগম (৩০)।
শনিবার দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের টনক নড়ে।
এ ঘটনায় হাসপাতালের মিডওয়াইভ নার্স শাবানাকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ৩ দিনের মধ্যে ওই নার্সকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
হাসপাতাল সূতে জানা গেছে, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বালাভিড় গোয়ালপাড়া এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী রীনা বেগম। শুক্রবার গভীর রাতে তার প্রসব বেদনা উঠে। শনিবার সকালে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।
এরপর দুপুরের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ওই গৃহবধূকে ছাড়পত্র দিয়ে পঞ্চগড় অথবা ঠাকুরগাঁওয়ে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। রীনার প্রমথ সন্তান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দেওয়ার কথা শুনে এই পরামর্শ দেওয়া হয়।
ছাড়পত্র দেওয়ার পরও ওই রোগী হাসপাতাল না ছাড়ায় নার্স শাবানা তাকে হাসপাতালের বেড ছেড়ে দিতে চাপ দিত থাকেন। কিন্তু স্বামী হাসপাতালে ফিরে না আসায় গৃহবধূ সেখানে অপেক্ষা করছিলেন।
হাসপাতালের বেড ছেড়ে দিতে একাধিকবার চাপ দেওয়ায় বিরক্ত হয়ে ওই গৃহবধূর ননদ রেজিনা তাকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসেন। এসময় ব্যাগ-বস্তা নিয়ে হাসপাতাল চত্বরে গাছের নিচে আসলে পুনরায় ওই গৃহবধূ ব্যথা অনুভব করতে থাকেন। এসময় রেজিনা তাকে ওই গাছের নিচে বসিয়ে দিলে সেখানেই একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
বিষয়টি দেখতে পেয়ে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী সোহাগি এসে বাচ্চার নাড়ি কেটে প্রসূতি ও বাচ্চাকে হাসপাতালের ভেতরে নিয়ে যান। ততক্ষণে বিষয়টি স্থানীয়রা ছবি তুলে ও ভিডিও করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ভাইরাল হয়।
এ ঘটনায় রোগীর লোকজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে সাংবাদিক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা রীনা ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি শুনে তাৎক্ষণিক ওই রোগীকে দুই হাজার টাকা অর্থ সহায়তা দেন। ওই প্রসূতির পরিবারসহ স্থানীয়রা দোষীদের বিচার দাবি করেছেন।
প্রসূতি রীনা বলেন, ছাড়পত্র দেওয়ার পর আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু নার্স শাবানা আমাকে ও আমার ননদকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বাধ্য করেন। নিরুপায় হয়ে আমি ও আমার ননদ রেজিনা আক্তারকে নিয়ে হাসপাতালে বাইরের একটি গাছের নিচে আশ্রয় নেই। সেখানেই সন্তান প্রসব হয়।
রীনা বেগমের স্বামী জাহিদুল ইসলাম জানান, ছাড়পত্র দেওয়ার কথা শুনে আমি টাকা ও গাড়ি জোগাড় করতে বাজারে ছিলাম। আমার অনুপস্থিতিতে তাদেরকে হাসপাতাল থেকে বের করে দেওয়া ঠিক হয়নি। আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অমানবিক। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসআইএম রাজিউল করিম রাজু জানান, ওই মিডওয়াইফ নার্স শাবানাকে শোকজ করা হয়েছে। এছাড়া ঘটনার কারণ জানতে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জাহিদ হাসানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষনিক হাসপাতালে ওই রোগীকে দেখতে যাই। আমি বিষয়টি স্বাস্থ্য বিভাগকে অবহিত করি।
তবে অভিযোগ অস্বীকার করে মিডওয়াইফ নার্স সাবানা বলেন, রোগীর অবস্থা বিবেচনা করে আমি তাদের অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি মাত্র।
রীনা বেগমের এটি তৃতীয় সন্তান। প্রথম সন্তান অস্ত্রোপচারের মাধ্যমে হয়েছিল। আর দ্বিতীয় সন্তান হয়েছিল স্বাভাবিকভাবে।
এস/এইচ
- কেমিক্যাল কারখানা উচ্ছেদে মনিটরিং সেল হবে: ডিএমপি
- ট্রাম্পের লাগাম ধরুন: কংগ্রেসকে মানবাধিকার সংগঠনগুলো
- চকবাজারের কেমিক্যাল কারখানা সরানোর কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- মৃত্যপুরী চকবাজার: কলেজ ও হাসপাতাল মর্গে ৮১টি মরদেহ
- অগ্নিকাণ্ডে নিহতদের দাফনে সহযোগিতার ঘোষণা প্রতিমন্ত্রীর
- স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হচ্ছে
- শুটিংয়ে আহত ক্যাটরিনা
- দু’দিন বাড়ি থেকে বের না হয়ে কেঁদেছেন নেইমার
- চকবাজার অগ্নিকান্ডে বাংলাদেশ ক্রিকেটারদের শোক প্রকাশ
- প্রিয়াঙ্কা চোপড়া বাংলায় যে বাক্যটি বলতে পারেন
- পুরান ঢাকায় রাসায়নিক কারখানা থাকবে না: খোকন
- শ্রম মন্ত্রণালয় নিহতকে ১ লাখ দগ্ধকে ৫০ হাজার টাকা দেবে
- ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত
- ভারতজুড়ে কাশ্মীরিদের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ
- চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৮
- মোজাফফর হোসেন ভূঁইয়া (ইনান) এর বই উদয় ও নবীনের সুর
- দুই পোশাক শ্রমিক নিহত, বিক্ষোভ, চালক গ্রেপ্তার
- মঙ্গল গ্রহে বরফ পুকুরের সন্ধান
- আজ রাতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন
- বেসরকারিভাবে জয়ী হয়েছেন যারা
- খান ব্রাদার্স গ্রুপের জমকালো আনন্দ ভ্রমণ
- হেকেপের অর্জন অনেক, শীঘ্রই উচ্চশিক্ষার মানোন্নয়নে বৃহৎ প্রকল্প
- অবৈধ মোবাইলের দিন শেষ
আজ চালু হচ্ছে আইএমইআই ডাটাবেজ - ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ৪৩
- সংসদ নির্বাচনে ভোট দিতেও পারছেন না খালেদা জিয়া
- মালিবাগে বাস চাপায় দুই গার্মেন্টস কর্মী নিহত
- নির্বাচনী মাঠে সক্রিয় সেনাবাহিনী
- বাংলাদেশ বিশ্বে ৪১তম বৃহত্তম অর্থনীতির দেশ : সিইবিআর
- প্রধানমন্ত্রীকে খুন করতে চেয়েছিলো আইএসআই
- বিশ্ব ভালবাসা দিবসে অনন্ত ওয়াহাবের কবিতা