১ মার্চ থেকে সেন্ট মার্টিনে রাতযাপন নিষিদ্ধ
এশিয়ানমেইল২৪.কম
প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৩:০২ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: রাতযাপন নিষিদ্ধ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে। আগামী বছরের ১ মার্চ থেকে শুধু দিনের বেলায় পর্যটকদের যেতে দেয়া হবে প্রবাল দ্বীপটিতে।এর আগে ৯ সেপ্টেম্বর আন্তমন্ত্রণালয় সভায় সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংসের চিত্র তুলে ধরে পরিবেশ অধিদপ্তর একটি প্রতিবেদন দেয়। পরে ২৩ সেপ্টেম্বর সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতিদিন ১০ থেকে ২০ হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে যায় এবং অবস্থান করে। এতে দ্বীপটির জীববৈচিত্র্য ধ্বংসের পথে। শুধু তা–ই নয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা থেকে নির্মাণ করা রাস্তায় দ্বীপটির ক্ষতি বাড়ছে।
আন্তমন্ত্রণালয় কমিটির স্বল্পমেয়াদি সিদ্ধান্তে বলা হয়েছে, দ্বীপটিতে মোটরসাইকেল, গাড়ি, স্পিডবোট চলাচল করতে পারবে না। সমুদ্রসৈকতটির ভাঙন রক্ষায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতে তীরের মহামূল্যবান প্রবালের ক্ষতি হচ্ছে এবং ভাঙন বাড়ছে। ওই ব্যাগ ফেলানো বন্ধ করতে বলেছে কমিটি। রাতে হোটেলগুলো বাতি জ্বালানোর ফলে কচ্ছপের প্রজনন ব্যাহত হচ্ছে। তাই রাতে দ্বীপে আলো জ্বালানো যাবে না। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এসব সিদ্ধান্ত কার্যকর করা হবে।
কমিটির মধ্যমেয়াদি সিদ্ধান্তের মধ্যে রয়েছে দ্বীপে চলাচলকারী জাহাজের সংখ্যা ২০ থেকে কমিয়ে দুটিতে নামিয়ে আনা হবে। দ্বীপে যেতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে। দিনে ৫০০–এর বেশি পর্যটক সেখানে যেতে পারবে না। স্থানীয় জনগোষ্ঠীর তত্ত্বাবধানে পরিবেশ রক্ষা করে ওই পর্যটন চলবে। দ্বীপে সব ধরনের নতুন স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করে পুরোনো স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। সেখানে কোনো জেনারেটর ব্যবহার করা যাবে না, আপাতত সৌরশক্তি ব্যবহার করতে হবে। দ্বীপে জমি কেনাবেচা করা যাবে না।
দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের মধ্যে রয়েছে দ্বীপটির সব হোটেল-মোটেল উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করা হবে। দ্বীপে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে দ্বীপটির পরিবেশ বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। এতে বলা হয়, ২০ হাজার পর্যটক ও স্থানীয় ব্যক্তিদের চাহিদা মেটাতে দ্বীপের ভূগর্ভে থাকা সামান্য পানিটুকুও তুলে প্রায় নিঃশেষ করে ফেলা হয়েছে। যেকোনো সময় ভূগর্ভের ফাঁকা স্থানে সমুদ্রের লোনাপানি ঢুকে পড়তে পারে। এর ফলে দেশের সবচেয়ে ব্যতিক্রমধর্মী ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের আধার দ্বীপটি ধ্বংস হয়ে যাবে। পর্যটকদের মলমূত্র ও বর্জ্যের কারণে দ্বীপটির পানিতে বাংলাদেশের মূল ভূখণ্ডের চেয়ে ১০ গুণ বেশি ব্যাকটেরিয়া পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ এই দ্বীপে ৬৮ প্রজাতির প্রবাল আছে। ১৫১ প্রজাতির শৈবাল, ১৯১ প্রজাতির মোলাস্ক বা কড়ি-জাতীয় প্রাণী, ৪০ প্রজাতির কাঁকড়া, ২৩৪ প্রজাতির সামুদ্রিক মাছ, চার প্রজাতির উভচর, ২৮ প্রজাতির সরীসৃপ, ১২০ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এ ছাড়া ১৭৫ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এখানে দুই প্রজাতির বাদুড় ও পাঁচ প্রজাতির ডলফিনেরও বাস।
পরিবেশ সংরক্ষণ আইনের (১৯৯৫) আওতায় ১৯৯৯ সালে সরকার সেন্ট মার্টিন দ্বীপকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। ওই আইন অনুযায়ী, দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। আরও চারটি আইনে ওই দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার কথা বলা হয়েছে।
এ/কে
- কবি আল মাহমুদ আর নেই
- রাজ্জাকের পদত্যাগে জামায়াত ‘ব্যথিত ও মর্মাহত’
- সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
- এবার মা, মেয়ে ও নাতনি এক সঙ্গে এসএসসি পরীক্ষার্থী
- বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে ১০২ সদস্যের কমিটি গঠন
- ক্রিকেট একাডেমির ব্যাটিং কোচের দায়িত্বে ইউসুফ
- কপিল দেবকে ছাড়িয়ে ব্রডকে ছুঁলেন ডেল স্টেইন
- ইলিয়াস আলীর স্ত্রী লুনা হাসপাতালে
- ভারতের ওয়ানডে দল থেকে বাদ পড়লেন দীনেশ কার্তিক
- গুলিতে নিহতদের বিরুদ্ধেই মামলা করলো বিজিবি
- সিরিজ বাঁচানোর লড়াইয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ
- মায়ের দুধ সংরক্ষণ করা যায় কি?
- ঠাকুরগাঁওয়ে ২ শতাধিক গ্রামবাসীর নামে বিজিবির মামলা
- চবিতে বোমা ভেবে রাতভর পাহারা, সকালে মিলল বেগুন
- জড়াবেন না বলেও ফের প্রেমের সম্পর্কে জড়ালেন নেহা কাক্কার!
- মোজাফফর হোসেন ভূঁইয়া (ইনান) এর বই উদয় ও নবীনের সুর
- দুই পোশাক শ্রমিক নিহত, বিক্ষোভ, চালক গ্রেপ্তার
- মঙ্গল গ্রহে বরফ পুকুরের সন্ধান
- আজ রাতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন
- বেসরকারিভাবে জয়ী হয়েছেন যারা
- খান ব্রাদার্স গ্রুপের জমকালো আনন্দ ভ্রমণ
- ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ৪৩
- হেকেপের অর্জন অনেক, শীঘ্রই উচ্চশিক্ষার মানোন্নয়নে বৃহৎ প্রকল্প
- অবৈধ মোবাইলের দিন শেষ
আজ চালু হচ্ছে আইএমইআই ডাটাবেজ - সংসদ নির্বাচনে ভোট দিতেও পারছেন না খালেদা জিয়া
- মালিবাগে বাস চাপায় দুই গার্মেন্টস কর্মী নিহত
- নির্বাচনী মাঠে সক্রিয় সেনাবাহিনী
- বাংলাদেশ বিশ্বে ৪১তম বৃহত্তম অর্থনীতির দেশ : সিইবিআর
- বিশ্ব ভালবাসা দিবসে অনন্ত ওয়াহাবের কবিতা
- নিরপরাধ জাহালমকে আজই মুক্তি দিতে হাইকোর্টের নির্দেশ